সামরিক ঘাঁটিতে আশ্রয়প্রার্থীদের রাখার প্রতিবাদে হাজারো মানুষের বিশাল বিক্ষোভ

সামরিক ঘাঁটিতে আশ্রয়প্রার্থীদের রাখার প্রতিবাদে হাজারো মানুষের বিশাল বিক্ষোভ

    


সাইফ হাসান
যুক্তরাজ্যের ইস্ট সাসেক্সে সাবেক একটি সামরিক ঘাঁটিতে পাঁচ শতাধিক আশ্রয়প্রার্থীকে রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন ডানপন্থী সংগঠনের কর্মীরাও এই মিছিলে অংশ নিয়ে সরকারের এই পরিকল্পনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। হোম অফিস মূলত হোটেল খরচ কমাতে এই উদ্যোগ নিয়েছে তবে স্থানীয়রা মনে করছেন এতে তাদের এলাকার নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ঝুঁকির মুখে পড়বে।

সরকার জানিয়েছে হোটেলগুলোর ওপর চাপ কমাতে তারা এই সামরিক ঘাঁটিতে প্রায় ৫০০ পুরুষ আশ্রয়প্রার্থীকে রাখার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে গত সপ্তাহে সেখানে ২৭ জনকে স্থানান্তর করা হয়েছে যা নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় সংগঠন ‘ক্রোবরা শিল্ড’ জানিয়েছে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবে কারণ সরকার জোর করে তাদের ওপর এটি চাপিয়ে দিচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া লিন হল নামের এক স্থানীয় বাসিন্দা জানান তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নন তবে একজন মা হিসেবে তিনি উদ্বিগ্ন। তিনি বলেন এই জায়গাটি আগে তরুণ ক্যাডেটরা ব্যবহার করতো কিন্তু এখন তাদের সরিয়ে সেখানে অপরিচিত যুবকদের আনা হচ্ছে। মিছিলে অনেককেই জাতীয় পতাকা হাতে স্লোগান দিতে দেখা যায় এবং তারা সরকারের এই নীতির তীব্র সমালোচনা করেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ জানিয়েছেন স্থানীয়দের আবেগের প্রতি তার শ্রদ্ধা রয়েছে তবে দেশের স্বার্থে আশ্রয়প্রার্থীদের হোটেল থেকে বের করা অত্যন্ত জরুরি। পুলিশ জানিয়েছে বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি শান্ত ছিল তবে নিরাপত্তার স্বার্থে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এর আগে শনিবার ক্যাম্পের বাইরে বিশৃঙ্খলার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছিল।