সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের বিদায়ি কমিটির উদ্যোগে নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর

প্রেস বিজ্ঞপ্তি
গত ০৯ডিসেম্বর ২০২৪ ইস্টলন্ডনের মাইক্রো বিজনেস পার্ক এ, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের বিদায়ি কমিটির উদ্যোগে নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর ও বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গান পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রথম পর্ব ছিল নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর।
ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে ও এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় দায়িত্ব হস্তান্তর পর্বে বিদায়ি কমিটির পক্ষে সংগঠনের প্রয়োজনীয় ডকুমেন্টস ইত্যাদির ফাইল হস্তান্তর করেন ময়নূর রহমান বাবুল, এ কে এম আব্দুল্লাহ ও মুহাম্মদ মুহিদ। নতুন কমিটির পক্ষে গ্রহণ করেন মোহাম্মদ ইকবাল, উদয় শংকর দুর্জয় ও হেনা বেগম। এসময় হলভর্তি সদস্য ও অতিথি এধরনের অনুষ্ঠানকে সংগঠনের জন্য উৎকৃস্ট দৃষ্ঠান্ত স্থাপন উল্লেখ করে করতালির মাধ্যমে উভয় কমিটিকে অভিনন্দন জানান। এরপর ময়নূর রহমান বাবুল নতুন কমিটির উপস্থিত সদস্যদের পরিচয় করিয়ে দেন।
দ্বিতীয় পর্বে ছিল আলোচনা, কবিতা আবৃত্তি, স্বরচিত কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন নজরুল ইসলাম অকিব, স্মৃতি আজাদ ও ফয়জুল ইসলাম ফয়েজনূর। স্বরচিত কবিতাপাঠ ও আলোচনায় অংশ নেন- বীর মুক্তিযুদ্ধা দেওয়ান গউস সুলতান, সাবেক কাউন্সিলর আহবাব হোসেন,এ কে আজাদ ছোটন, ফারুক আহমদ, হোসনা মতিন,মেহের নিগার চৌধুরী,, নুরুল ইসলাম, মন কোরেশী, ইকবাল হোসেন বুলবুল, আতাউর রহমান মিলাদ,মোহাম্মদ ইকবাল, শামীম আহমদ, মোসাইদ খান, উদয় শংকর দুর্জয়, শাহ সোহেল,আসমা মতিন, আজিজুল আম্বিয়া, নূরজাহান রহমান ,ফাহমিদা ইয়াসমিন, সালমা বেগম,মুহাম্মদ মুহিদ, মোহাম্মদ রহমত আলী, মরিয়ম চৌধুরী, ইমদাদুন খান, সামছুল হক শাহ আলম, এ কে এম আব্দুল্লাহসহ অনেকে।
সংগীত পরিবেশন করেন, অনামিকা মিটু, রাজিয়া রহমান, তাহমিনা আক্তার শিপু, শিবলু রহমান, অসিমা দে, অনামিকা মিটু। কোরাস গানে অংশ নেন মজিবুল হক মনি, নুরুন্নবী আলীসহ অনেকে। দ্বিতীয় পর্ব যৌথভাবে পরিচালনা করেন হেনা বেগম ও এ কে এম আব্দুল্লাহ। খাবার পরিবেশন পূর্ব অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ময়নূর রহমান বাবুল।
_
১০/১২/২০২৪