অন্যরকম অনুভুতি (ছোট প্রবন্ধ)

মোঃ হাবিবুর রহমান
বোধ করি এমনটাই হয়ে থাকে যখন একজন মানুষ আর একজন মানুষকে জীবনে হয়ত কোনদিন দেখেই নাই, তারা জীবনে হয়তবা জোর দু'একবার টেলিফোনে পরস্পর কথা ব'লেছে কিংবা একবার একজনের ছবি দেখেই বুঝতে পেরেছে বা আন্দাজ ক'রে ফেলেছে যে, সে হয়তবা একজন ভাল মানুষই হবে।
কারও সম্বন্ধে প্রথম ধারণাটা যদি পজিটিভ বা হা সূচক হয় তবে সেটাই কিন্তু জীবনে চিরস্থায়ীভাবে রেখাপাত করে যা কস্মিনকালেও তার মাথা থেকে মুছে যায় না।
এমন পরিস্হিতিতে যদি দু'জনের একজন কেউ হঠাৎ ক'রেই লাপাত্তা বা হারিয়ে লোক চক্ষুর অন্তরালে চ'লে যায় ঠিক তখনই বেশ মন খারাপ লাগে এবং লোকটার অনুপিস্থিতি যেন অহর্নিশ হাড়ে হাড়ে টের পাওয়া যায়।
সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ জাতিরই বুঝি এই উপলব্ধিটা বেশ প্রকটভাবে অনভূত হয়।
জানিনা অবোলা পশুদের বেলায় আদৌ এ ধরনের কোন অনভূতি কিংবা স্মৃতি তৈরী হয় কিনা?