অগ্নিদগ্ধ সময়ের হাড়

অগ্নিদগ্ধ সময়ের হাড়

রবীন বসু

রাধানাচ নেচে ওঠে উঠোনের খড়

ধুলোর আস্তরলিপি বিবসনা যেন

বিকল্প সন্ধ্যার দিকে সব পাখি স্থির হয়

তবু নীড় অশান্ত পেট্রোল মাখে বুভুক্ষু হৃদয়ে;

অগ্নিদগ্ধ সময়ের হাড় চিবিয়ে চিবিয়ে খেয়ে

অভিষন্ধি আড়ালে থাকে;

গ্রামদেশ ধোঁয়া দ্যাখে, গন্ধময় ছাই

শিশুর শরীর জ্বলে দাহ্যঘন ঘৃতাহুতি…

গ্রামদেশ কান্না করে প্রবল আকুতি ।