কথাশিল্পী

কথাশিল্পী

 শিবনাথ মণ্ডল

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 

এক সাহিত‍্যিকের নাম

নদীর তীরে বাড়ি তার

দেবানন্দপুর গ্রাম।

ছোটো বেলায় দুষ্টমিতে

ছিলেন একগুয়ে

কারো কাছে কখনো তিনি

দেননি মাথা নুয়ে।

লেখা পড়ায় অগাধ জ্ঞান

শিক্ষকরা ভয়ে মরে

পরিক্ষার নাম্বারটা

সবার থেকে বাড়ে।

বিপদে পড়লে কেউ

যেতেন সবার আগে

শরৎবাবুর কর্ম যত

সবার কাজে লাগে।

সপ্তগ্রামের কাছাকাছি 

শরৎচন্দ্রের বাড়ি

বাস্তবটা ভালো বাসে

কুসংস্কারটা ছাড়ি।

শরৎবাবুর গল্প গুলো

পাঠাগারে ঢাসা

লেখার মধ‍্যে খুঁজে পায়

তার ভালো বাসা।।