অলিখিত গল্প কথা

অলিখিত গল্প কথা

    মাহবুবা আখতার 

আমি তোমাকে ছুঁয়ে দিতে চাই, ছুঁয়ে দিতে চাই, 

যেমন করে শ্রাবণ আকাশ ভেঙে আসে তুমুল স্রোতে

যেমন করে নীল নক্ষত্রের জোছনা ভাসে বিস্তীর্ণ শাদা মেঘে।

যেমন করে শক্তহাতে বৈঠা টানে নুরু মাঝি ভরা নদীর উজান স্রোতে,

আমি তোমাকে ছুঁয়ে দিতে চাই, ছুঁয়ে দিতে চাই, 

যেমন করে রাতের অন্ধকার ফুঁড়ে চাঁদ হাসে

যেমন করে গহিন জলে আকুল ঢেউ ভেঙে ভেঙে গড়িয়ে পড়ে। 

যেমন করে নরম রোদ্দুরে শরীর জুড়ে বৃষ্টির জল ঝরে 

আমি তোমাকে ছুঁয়ে দিতে চাই, ছুঁয়ে দিতে চাই, 

যেমন করে কবিতা কথা বলে নিরন্তর তোমাকে ঘিরে 

যেমন করে তুমি কবিতা লিখো আমাকে উপমা করে,

যেমন করে কুয়াশা জড়িয়ে প্রেম করে শরৎ মেঘের সাম্পানে। 

আমি তোমাকে ছুঁয়ে দিতে চাই, ছুঁয়ে দিতে চাই, 

যেমন করে চুপ কথারা প্রণয় করে বেসামাল আলাপনে

যেমন করে মিষ্টি মাসে ভ্রমর গুঞ্জরণ তোলে, 

যেমন করে বসন্ত হাসে পূর্ণ মাসে,মৃদু সমীরণে।

আমি তোমাকে ছুঁয়ে দিতে চাই, ছুঁয়ে দিতে চাই, 

আমার মতো করে, হাঁটু গেড়ে বিনত প্রার্থনায়,প্রেমে

তোমার চোখে, ডুব সাঁতারের নিতল জলে,

চিবুকে ফসল তুলবো অহংকারের ঐশ্বর্যে। 

তোমার ঠোঁটের অমৃত নির্যাসে নদী বানিয়ে প্রমত্ত ঢেউয়ে পাড়ি দেবো অজানা বন্দরে। 

আমি তোমাকে ছুঁয়ে ছুঁয়ে রৌদ্র ছায়ায় তুমুল বৃষ্টি নামাবো,

অতঃপর তুমি হবে মস্ত কবিতা, প্রকাণ্ড কাব্য গ্রন্থ

লিখে দেবো তোমার নাম হৃদয়ের রক্ত অক্ষরে। 

তারপর, তারপর বাকিটুকু বেঁচে থাকার অলিখিত গল্প কথা।