অসীমের কান্ডারী

অসীমের কান্ডারী

 রাফিয়া আমিন 

সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে একবার ভাবো।

চোখ মেলে দেখো।

সে তোমার জন্য কতটা সহজলভ্য।

সৃষ্টির সেরা জীব তুমি, তুমিই শ্রেষ্ঠ।

সৃষ্টির অবমাননায় নিজেকে ভাসিয়োনা, বাড়িওনা কষ্ট।

যেওনা কখনও কোন মন্দের দরজায়,

তোমার শ্রেষ্ঠত্ব রেখো তুমি বজায়। 

যা পায়না, মানুষ তাকে অমূল্য রত্ন ভাবায়,

যা পায় তাকেও হেলায় হারায়। 

অসীমতার মাঝে যে সীমিত সুন্দরের পুজারী,

সে কি করে হবে অসীমের কান্ডারী?

যার কাছে অমূল্য শুধুই পার্থিব সুখ,

সে জানবে কি করে,

তার তরে অপেক্ষমান কি সেই দুঃখ।

কতদূর গেলেই বা পাবে সে অপরূপ সৃষ্টির সুখ? 

সহজাত প্রবৃত্তির আবরণ ঝেড়ে বাইরে আস।

সৃষ্টি ছেড়ে সৃষ্টিকর্তার উপাসনায় বস।

বিশ্ব যখন আতঙ্কিত ভয়াবহ প্রাণনাশে 

তোলো হাত দুটি তোমার সৃষ্টিকর্তার কাছে। 

আলো-আঁধারে যতই খেলো তুমি,

খেলতে গিয়ে একবার ভেবো,

কে দিয়েছে তোমায় এই সময়খানি। 

হিসেব দাও তাকে জীবনে কি হারালে, আর কি পেলে। 

নিশ্চয়ই দেবেন তিনি সবকিছু তোমায় দুহাত মেলে। 

যদি কিছু কেড়ে নিতে চাও তবে নিওনা কারো ধন। 

নিও শুধু মন।

সৃষ্টির কল্যাণে বিলাবো জীবন

এই কর সবে পণ।