কি শুনতে চাও

কি শুনতে চাও

--আমিন মজুমদার। 

কি শুনতে চাও? 

শ্রাবণের আকাশে কালো মেঘের ছুটে চলা!

না কি হু হু করে বয়ে চলা বাতাসের গুঞ্জন!

তবে এসো একটু সময় করে। 

কি জানতে চাও?

কোন্ আঘাতে হৃদয় ক্ষতবিক্ষত হয়

তবু হয় না এতটুকু রক্ত ক্ষরণ!

না কি কোন্ আগুনে পোড়ালেও

করুণার হাত বাড়িয়ে আসে না মরণ!

কি দেখতে চাও?

বিশ্বাস আছে পুরো পালংক জুড়ে 

অবিশ্বাস ঘুমায় কোথায়! 

না কি কেমন বোকা হলে 

ফুল ভেবে ভুল করে হারায় অজানায়!

হ্যালো, শুনছো! তুমি এখন কোথায়? 

ওপাড়েতে আর যেন সাঁড়াশব্দ নাই...