আকাঙ্ক্ষিত একশত লাল গোলাপ 

আকাঙ্ক্ষিত একশত লাল গোলাপ 

শামরুজ জবা 

হে যুবক 

আর কতকাল সমুদ্রের মুক্তো গুলোর মাঝে মুখ লুকিয়ে থাকবে 

প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা আর কত প্রহরকে নীরব জলের 

গঙ্গা বানাবে ? 

কতগুলো ভালোবাসার লাল গোলাপের পাপড়ি হরন করবে ? 

সভ্য সমাজের মেকি চাদরের অনাকাঙ্ক্ষিত বাক্যবানকে, 

থামাও তোমার পদতলে।

সেই আদিম সভ্যতা হতে আজ বিংশ শতাব্দী পরিবর্তনের দখিনা হাওয়ায় চুলের বেনিখুলে, 

খোপায় রক্ত জবা পড়িয়ে তোমার দুঃখকে জানাও চির বিদায়। 

জানি, এত কিছুর পরেও বলবে!

তোমার প্রাপ্তির আকাশে কখনো পূর্নিমা আসেনা,

অমানিশার অন্ধকার তোমার সর্বদা সঙ্গী। 

ঝক ঝকে সোনালী রোদে, 

যেন তপ্ত হৃদয়ের লেলিহান আগুনের ফুলকি। 

মিষ্টি সকাল - 

যেন অতীত সুখ স্মৃতির কাষ্ঠ দাহন।

আর হেমন্তের বিকেল যেন ধেয়ে আসা কষ্টের অসংখ্য তীরের নীল গাথুনী। 

তবু বলি - 

এসো 

তোমার না দেখা আর একটা ট্রয় নগরী, 

তোমার না দেখা অসমাপ্ত রোদেলা বিকেল,

ঠায় দাঁড়িয়ে একশত লাল গোলাপ হাতে নিয়ে।