সোনালী শৈশব

সোনালী শৈশব

মোঃ ইসমাঈল 

বড্ড বেশি মিস করিতেছি সেই সোনালী ছোটবেলা

খেলেছি আমরা কতই না নানাধরনের খেলা।

ভোরে যেতাম মোকতবে পড়তে আরবি

তারপরেই হতাম স্কুলে যাওয়ার জন্য রেডি।

স্কুলে গিয়ে বিরতিতে করেছি কত খেলাধুলা

এখন সবচেয়ে বেশি মনে পড়ে সেই দিন গুলা।

ছুটি হলে দৌড়ে ছুটে আসতাম বাসায়

বিকেল হলে যাব মাঠে খেলতে থাকতাম আশায়।

ঠিক সময় দুপুরে 

নেমে যেতাম পুকুরে। 

অনেকে মিলে কাটতাম সাতার 

দুই - এক ঘন্টার মধ্যে উঠতাম না আর।

যখনি কানে শুনতে পেতাম আসরের আযান

তখনি মনের ভিতর শুরু হয়ে যেত আনছান।

ভালো লাগতোনা তখন কোনোকিছু 

মাঠে এসে ছুটতাম শুধু বলের পিছু।

সন্ধ্যা হলে আসতাম ফিরে খুব দ্রুত বাসায়

মা জননী থাকতেন বসে সন্তানের অপেক্ষায়।

সেই সময় গুলা ঘেরা ছিল কতই না মধুতে 

ভালোবাসায় পরিপূর্ণ থাকতো শ্বাশতে বন্ধুত্বে।