আমি আর আমার ছায়া 

আমি আর আমার ছায়া 

শামরুজ জবা 

মনে মন নেই 

মন খুঁজতে গিয়ে দেখি 

আমিও নেই 

উধাও শরীর 

আমি বিহীন আমার খোঁজে 

ছুটছি আমি হাওয়ার রোজে 

পাহাড় থেকে পাহাড় চূঁড়ায় 

ঐ দূর নীলিমায় 

কোথায় আমি কাহার সাথে ? 

আমার আমি নিছক ছায়া 

ছায়ার পিছু করছি ধাওয়া 

ছায়াবীথির সন্ধ্যা তলায় 

জোনাকীরাও জীবন জ্বলায় 

স্বপ্ন দেখে 

মগ্ন আঁধার নিঝুম তারায় 

ওরাও হারায় পথের শেষে 

পথ কি খোঁজে পথিক কোনো 

মনটা আমার তেমনি যেনো 

নিছক আমি নিজের ছায়া।