আমার ছোট্ট জানালা

আমার ছোট্ট জানালা

  শাহারা খান 

 

আমার এক চিলতে ঘরের

ছোট্ট জানালায় দাঁড়ালে,

নীল আকাশ দেখা যায়।

আমার ছোট্ট জানালায় দাঁড়ালে,

মুক্ত বিহঙ্গের ডানা ঝাপাটানো

আওয়াজ শোনা যায়।

আমার ছোট্ট জানালায় দাঁড়ালে,

চাঁদ তাঁরার লোকোচুরি

খেলা দেখা যায়।

আমার ছোট্ট জানালায় দাঁড়ালে,

সবুজ শ্যামল গুল্ম লতার,

নির্মল পরশ পাওয়া যায়।

আমার ছোট্ট জানালায় দাঁড়ালে,

প্রকৃতির অপার সৌন্দর্য দেখে

চোখ ফেরানো দায়।

আমার ছোট্ট জানালায় দাঁড়ালে,

কাব্যিক ভাব এসে যায়,

ইচ্ছে করে কবিতা লিখি মনের খাতায়।

আমার ছোট্ট জানালায় দাঁড়ালে, 

সাধ জাগে তোমার হাতে হাত রেখে

চলে যাই দূর অজানায়।