আমার মা জননী

আমার মা জননী

শফিকুল মুহাম্মদ ইসলাম 

স্বার্থ ছাড়া বাসলে ভালো 

সারাজীবন ভর,

তোমার মত কেউ বাসে না

সবাই যেন পর। 

সন্তান তোমার দিনে দিনে 

বুঝতে শিখে সব, 

তুমি ছাড়া ভালোবাসেন

যিনি আমার রব। 

জনম জনম ধরে মাগো 

তোমায় শুধু চাই,

তুমি ছাড়া মানব তরে

আপন কেহ নাই। 

শৈশবকালে শিখি আমি

তোমার মুখের বোল,

দোলনায় রেখে নিত্য তুমি

দিতে কত দোল। 

তোমার কোলে তোমার স্নেহে

জুড়াতো এ প্রাণ, 

সকল দানের মাঝে তুমি

খোদার শ্রেষ্ঠ দান।