ইচ্ছেডানার মন

ইচ্ছেডানার মন


কংকা চৌধূরী 

উদাস দুপুরে      
বৃক্ষেরা কথা 
বলে নিরবে।
শব্দরা লুটোপুটি 
সবুজ ঘাসে।
অলস বেলায়
কাব্যরা হেসে 
উঠে আচমকা।
বাতাসের শিষে 
বলে গেলো 
পুরানো দিনের 
কতো কথা।
কেউ জানেনা
কেউ জানেনা
জানে -শুধু
ইচ্ছেডানা মন।

অবুঝ আকাশে 
উড়ে যাওয়া 
এক জোড়া  
অচেনা পাখি 
চুপি চুপি 
বলে গেলো 
তোমার মন 
খারাপের কথা।
কেউ জানেনা
কেউ জানেনা
জানে শুধু
ইচ্ছেডানার মন।

শরৎ রোদের 
এক চিলতে 
 মিষ্টি আভায় 
করছে আলিঙ্গন।
গাছের ছায়ায়
লিখে গেছে।
ইচ্ছেডানা -মনের 
কিছু কথা।
কেউ জানেনা 
কেউ জানেনা
শুধু  -তুমি
জানো ইচ্ছেডানার 
মনের কথা।

               কংকা চৌধুরী
                     ইংল্যান্ড।