একটি নদীর কথা

একটি নদীর কথা

তাহের আহমেদ লস্কর

(ভারত) 

হিংসা আর ভালোবাসা 

একটি নদীর দুটি মুখ, 

শ্রোতে ধর্মের নীতিমালা 

ঢেউয়ে বৈষম্যের চোখ । 

একটি বাঁকে সুখঘুম              

অপর বাঁকে নির্যাতন,

বাটিয়ালে সাম্যবাদ 

উজানে স্বজন পোষন । 

জোঁয়ারে কৃত্রিম সখ্যতা  

বাঁটায় মিছে আশ্বাস, 

মাতাল নদীর উদ্দামতা

ঘূর্ণিপাকে হয় প্রকাশ ।