বয়ানে রামাদান -২

বয়ানে রামাদান -২

চৌধুরী হাফিজ আহমদ 

প্রথম দিন রামাদানের গত হয়ে আজকে ২য় দিনে আমরা সাওম পালন করছি , আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছি - বিগত রামাদানের পরে আমি নিজেকে আশা করিনি এই বছর রামাদান পাব , আমার সাথিরা অনেকেই আজকে কবরে স্বজন আত্মীয় উস্তাদ আলেম উলামা সহ অনেক গুনী জন আমাদের মধ্যে উপস্তিত নয় - আমি দুআ করছি আল্লাহ তায়ালা যেন তাহাদের সবাইকে মাগফিরাত দিয়ে জান্নাতের উচ্ছ স্তান দান করেন , রামাদানের প্রস্তুতি নিতে হয় রজব আরবি মাস রজব থেকে , কিন্তু আমাদের গাফিলতির কারনে আমরা তা করিনা , আমাদের মহানবী সঃ যিনি বাস্তবে আমাদের দেখিয়ে গেছেন তাহার আমলের দিকে তাকালে রামাদানের চিত্র সম্পূর্ণ ভিন্ন , তাহার আমলের সহিত মিলালে আমাদের রামাদান পালন হয় কি না সন্দেহ , আমরা লোক দেখানো প্রথা - ইফতারে খাবারের বিলাসিতা এবং তারাবিহ সালাত নিয়ে রসিকতার মাধ্যমে রামাদানের পবিত্রতা ক্ষুন্ন করে চলেছি , রামাদানের প্রথম দিনে বাজারে যে ভীর আমি দেখেছি এতেই আমাকে হতাশ করেছে , বাজারে দ্রব্য মুল্যের উরধ গতি এর উপরে আবার অধিক হারে কেনা কাঠায় বঞ্চিত হচ্ছে মু`মিনেরা - এরা হচ্ছে আল্লাহর খাস বান্দাহ যাহারা একমাত্র ভরসা করে আল্লাহর উপর এবং জমিনে সবর করে থাকে , আমি কামনা করি আল্লাহ রাব্বুল আল আমিন যেন আমাদের সবাইকে হিদায়াত দান করে মু`মিন হিসাবে কবুল করেন , মু`মিন হওয়া খুব কঠিন - এর জন্য অনেক ত্যাগ ও পরিক্ষা দিতে হয় এবং এই পরিক্ষার মাস ই হচ্ছে রামাদান - দিতেই থাকে লাগাতার ভাবে , বণ্টন করে ভাগ্যে রহমত - বরকত- দয়া - মায়া - মোচন করে অভাব - সুদৃঢ় করে বন্ধন - একে অপরে ভ্রাতৃত্ব - গোটা মুসলিম উম্মাহ কে এক প্ল্যাটফর্মে আনার আপ্রান চেস্টা করে যেমন টি আল্লাহ করেছেন এক ছাদের নিচে জমিনের সবার বসবাদ , আকাশের কোন সীমানা বা খুঁটি নাই বা আলাদা কোন পর্দা ও নেই , তেমনি উম্মাহ কে এক ও নেক করার উদ্দেশ্য নিয়েই আগমন হয় রামাদান মাসের - এই মাসে করনীয় হচ্ছে -

১, সাওম থাকা - রোজা রাখা

২, ইফতার করা 

৩, তারাবীহ এর সালাত আদায় করে রাত্রে

৪, সাহরী খাওয়া 

৫, লাগাতার আল কোরআন তিলাওয়াত করা 

৬,সকল ধরনের অশ্লীলতা থেকে বেচে থাকা

৭, অন্যকে ইফতার করানো

৮,দান সাদাকা করা 

৯,কম খাওয়া 

১০, জাকাত দেয়া

১১, তাসবিহ তাহলিলে রত থাকা 

১২, কম কথা বা অযথা কথা বলা পরিহার করা 

১৩, অধিনস্তদের সহিত ভাল ব্যবহার করা 

১৪ , দেনা পাওনা আদায় করা 

১৫, যে কোন গোনাহ হোক সগিরা কিংবা কবিরা তাহাকে প্রতিরোধ করা 

১৬, মৃত দের জন্য মাগফিরাত কামনা করা 

১৭, স্বজন আত্মীয়ের হক্ক আদায় করা 

১৮, শেষ বেজোর দশে লাইলাতুল কদর তালাশ করা 

১৯, ইতিক্কাফ করা 

২০ , ফিতরা আদায় করা 

এই রকম আরও অনেক শর্ত আছে - আমি দেখেছি নানা কিতাব ও আল কোরআন ঘেঁটে রামাদানের নিয়মের ফিরিস্তি বহু লম্বা প্রায় ১০০ শত এর কাছা কাছি , কিন্তু আমরা এত গাফিল যে ইবাদত এর চেয়ে ব্যস্ত থাকি ইফতার ও সাহরী নিয়ে , এতে করে যে রামাদানের পবিত্রতা ক্ষুন্ন হচ্ছে এর খেয়াল করিনা , অধিক খাবারে অলসতা বাড়ায় , সালাতে ঘটে ব্যাঘাত , ইবাদত বন্দেগীতে হয় অনিয়মিতা , কাজ কর্মের হয় ক্ষতি , অথচ এই রামাদান মাস আমাদের দিতে আসে নিতে নয় , রামাদানে ভাগ্য পরিবর্তন করতে না পারলে আর কোন সময় তা সম্ভব হবে কি না আমার জানা নেই - এই রামাদান হচ্ছে আল কোরআনের মাস এতেই এসেছে এই কোরআন আমাদের বা মানুশ্য সমাজের ভাগ্য পরিবর্তন করতে , এই কিতাবেই আল্লাহ আল্লাহ দিয়েছেন সকল সমস্যার সমাধান - রয়েছে অসুস্ততার প্রেসক্রিপশন সহ ঔষধ , রাজনীতি সমাজনিতি পরিবার পরিজনের সমস্যার জবাব , স্বামী স্ত্রীর হাক্ক এর কথা সন্তান সন্ততির ব্যাপারে সমতার ফায়সালা , অপরাধ প্রবনতার জন্য রয়েছে বিচার ও ফায়সালা , তাই আমরা দুনিয়ার ভোগ বিলাসে ব্যস্ত থেকে বঞ্চিত হচ্ছি রামাদানের রত্ন ভাণ্ডার থেকে - অভাব মোচন হচ্ছেনা - দিনে দিনে দরিদ্রতা আমাদের কাবু করে দুর্বল করে দিচ্ছে ঈমান ও আমল , সব কিছুতেই করছি বিধর্মী ও কাফের দের অনুকরন অনুসরন , এবং মুল শিক্ষা থেকে বঞ্চিত ই থাকছি - নেই আমাদের রিসাচ - নেই আমাদের - বিজ্ঞানের অভিজ্ঞতা - যেমনটি ছিল আমাদের পূর্ব পুরুষ দের , শুধু মাত্র গাফিলতির কারনে আমরা মার খাচ্ছি মাঠে ঘাঁটে হাঁটে , তাই আসুন আল কোরআন থেকে আমরা খাঁটি সত্য শিক্ষা নিয়ে এই রামাদান কে কামিয়াব করি , কুসংস্কার ইফতারি বিলাসিতা মেয়ের বাড়িতে ইফতারির কু প্রথা ইফতার পার্টির নামে দুনিয়াবি বক্তব্য রাজনীতি ইত্যাদি পরিহার করে সঠিক ভাবে ইবাদত বন্দেগী করে রামাদানের হাক্ক আদায় করি , আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তাওফিক দান করেন , আমি সকলার দুআ প্রার্থী - আল্লাহুম্মাগফিরলি মাউতা ওয়া মাউতাল মুসলিমিন - রাব্বানা হাবলানা মিন আজওআজিনা ওয়া জুররিয়াতিনা কুররাতা আ`য়ুনিং ওয়া জায়ালানা লিল মুত্তাক্কিনা ঈমামা , রাব্বানা আতমিম লানা নুরানা ওয়াগফিরলানা ইন্নাকা আলা কুল্লি শাইয়িন কাদির - লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জুয়ালিমিন , ওয়া তাওয়াক্কাল আলাল হায়িয়ল লাজি লা ইয়ামুতু ওয়াল হামদুলিল্লাহিল লাজি লাম ইয়াত্তাখিজু ওয়ালাদান , রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা - আল্লাহুম্মাগফিরলি মাউতা ওয়া মাউতাল মুসলিমিন ,আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত - রাব্বি আন্নি মাস সানি আদ দূর রু ওয়া আনতা আর হামুর রাহিমিন , আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতায়ালা ইবরাহিম ওয়ালা আলি ইবরাহিম ইন্নাকা হামিদুম মাজিদ । ০৩-০৪-২০২২ লন্ডন