কথার মৌন মিছিল

কথার মৌন মিছিল

ফাতেমা ইসরাত রেখা 

পৃথিবীর নিয়মে চলে আসে নিস্তব্ধতা 

সব কথা ফুরিয়ে আসে দিনের অবসানে 

তবুও কথা শোনার কেউ নেই,

চারিদিক নীরব, মৌন মিছিল কানে বাজে 

হারিয়ে গেছে স্বপ্ন ডানার পাখিটাই। 

বদলে গেছে হালচাল সময়ের পালাবদলে

ধূসর গোধূলি ধবল আকাশে কালো মেঘ 

কথা বলার দিন এভাবেই ফুরিয়ে আসে, 

অতীতের ভালোলাগা আজ শুধুই মরীচিকা 

স্মৃতির দেয়ালে মাথা ঠুকে ঠুকে হাসে।

সভ্যতা হেঁটে চলে দোহাই দিয়ে বাহানায় 

তাবৎ শরীরে শুকনো মাটির গন্ধ শুঁকে 

ভালোবাসা থমকে দাঁড়ায় শেষের বাঁকে,

বুকের অরণ্যে জমা থাকে দীর্ঘশ্বাস,তবু

দুটি চোখ হাসে বেদনা লুকানোর ফাঁকে। 

কেউ হাসে নতুন জন্মোৎসবে ছলনায় 

কারো বুকে রচে নির্লজ্জ মিথ্যার বাসর

ছায়াপথ ছুটে অনন্ত শূন্যতায় চুপে চুপে, 

তবুও আমরা ভীষণ তৃষ্ণার্ত বুকে ফের 

কথার অর্গল বাঁচিয়ে রাখি পোড়া ধূপে।