কবি এবং মানচিত্র

কবি এবং মানচিত্র

রবিউল হাসান 

কবি - তোমার কি মনে পরে 

অন্ধকার আচ্ছন্ন এক রাতের কথা !

বেদনায় কাতর - হতাশার চাদর

ঢেকে দিয়েছিল দেহখানি তোমার।

মনে পরে কবি , মনে পরে তোমার !

আধখানা চাঁদ আকাশে তখন 

মেঘের সাথে খেলছে লুকোচুরি।

রক্তের গন্ধে বাতাস ভারী।

কবি - তুমি ছুটে চলছো পিচঢালা পথ ধরে 

তোমার স্বজনের সন্ধানে।

কোথায় তোমার স্বজন! 

পশ্চিমাদের মটার শেলের আঘাতে 

নিশ্চিহ্ন তোমার ভিটেমাটি।

তোমার সন্তান তোমার স্বজন 

বুলেটের আঘাতে লুটোপুটি।

কবি - তুমিতো লিখনি সেই ইতিহাস 

জানাওনি কাউকে 

দিনটি যে ছিলো, মার্চের পঁচিশে

কালো রাত্রির ভিরে।

হায়েনারা খেয়েছে ছিঁড়ে 

তোমার কবিতার পান্ডুলিপি

কবি - তুমি কাউকে জানাওনি।

যেনে গেছে সব, সাহসী যুবকেরা।

মানচিত্রের ক্ষতগুলো মুছে দিতে 

হায়েনাদের রুখে দিতে 

যুবকেরা সেদিন বেরিয়েছিল পথে।

তারপর সব ইতিহাস ।

কবি - ইতিহাস তোমাকে মনে রেখেছে 

মনে রেখেছে তোমার স্বজনদের।

একটি বাংলাদেশ 

তার মানচিত্রের পরিধিতে

তোমার স্বজনেরা অমর।

তুমি কেঁদোনা কবি - তুমি কেঁদোনা।

তোমার স্বজনের রক্তের উর্বরতায়

যে সবুজের জন্ম হয়েছে, তার ইতিহাস 

অমর হয়ে আছে, বাংলার মানচিত্রের বুকে।