ঝরা পাতা

ঝরা পাতা

নূরজাহান শিল্পী 


ঝরা পাতা ও ঝরা পাতা 
সহসাই হৃদয়ে কম্পন অনুভূত
এই আছো এই নেই দৃশ্যে-অদৃশ্যে  
তোমাতে তাকিয়ে ভাবি আনমনে,
জীবন সায়াহ্নে রৌদ্র -ছায়ার খেলা মেঘ কাননে ।

ঝরা পাতা ও ঝরা পাতা
তোমাতে  লিখে রাখি মোর  মর্ম ব্যাথা ।
মান অভিমান , দুঃখ জমা জীবন গাঁথা ;
সবুজ থেকে হলুদে রূপান্তর
শুনি শুকনো পাতায় পাঁজর ভাঙ্গা মর্মর 
ভাঙা- গড়ার খেলায়  পূর্নময় সুন্দর ।


ঝরা পাতা ও ঝরা পাতা -
তুমি আমার শেষ বিকেলের অনন্ত আকাশ -কবিতার খাতা
বিমূর্ততার চিত্রপটে ছোট্ট জীবনের ব্যর্থ রসায়ন;
হলুদ পাতায় লিখে রাখি,
কার্নিশে পড়া আলোর দহন ।

ঝরা পাতা ও ঝরা পাতা
তুমি কবিতার আকাশে শব্দমায়া 
একাকিত্বের শর্তহীন সমর্পন
শুভ্রতার ঘ্রাণে নৈবেদ্য প্রহরে 
আত্মবিস্মৃত হবার  ঝরা ক্ষণ।