তুমি শুধু কবিতা লেখ

তুমি শুধু কবিতা লেখ

মমতা রায় চৌধুরী

তুমি শুধু কবিতা লেখো

আমি তোমার কাব্য হয়ে।

পৌঁছে যাব অনেক দূরে।

বর্ষা মেঘের বৃষ্টি হয়ে

ঝরে পড়বো বুকের পরে।

তুমি শুধু কবিতা লেখ

তুমি শুধু কবিতা লেখ

শরতের ওই নীল আকাশে

একটা দুটো হলুদ খামে

সোনা ঝরা রোদ্দুর হয়ে

চুমু আঁকবো দুই ঠোঁটেতে।

তুমি শুধু কবিতা লেখ

তুমি শুধু কবিতা লেখ

আর আমি তোমার কাব্য হয়ে

শীতের জীর্ণ রুক্ষতা তাতে

হাওয়ায় দুলবো বসন্ততে

পলাশ শিমুল কৃষ্ণচূড়ায়

হাজার রঙের রং মশালে।

তুমি শুধু কবিতা লেখ

আর আমি কাব্য হয়ে

পৌঁছে যাব হৃদ মাঝারে

ভালোবাসায় পাগল হয়ে

তুমি শুধু কবিতা লেখ..