দেখা হলো

দেখা হলো

সৌরভ ভট্টাচার্য্য।

             

বৃষ্টি মুখর এক বিকেলে

আমি বসে ছিলাম বারান্দায়,

হয়তো তোমার প্রতিক্ষায়,

তুমি এলে ছাতা নিয়ে

আমার বসে থাকা বারান্দায়।

আমাকে দেখে তুমি

রবিঠাকুরের গান ধরলে,

" আজি ঝরো ঝরো মুখরো

বাদলো দিনে"

আমি অপলক চেয়ে থাকলাম

তোমার চোখের পানে 

চোখ রেখে।

সময় অনেকটা গড়িয়ে গেছে

আনমনে,

চেয়ে আছি তোমার চোখ পানে,

অবশেষে গান শেষ হলো।

তোমার চোখে দেখলাম এক

অপার্থিব ভালোবাসার রূপ

দেখা হলো আমাদের

বৃষ্টিস্নাত বিকেলে 

আমার বারান্দায়।