আমি সর্বস্ব

আমি সর্বস্ব

রিটন মোস্তফা

আমি যেন দূরের আকাশ

নিঃসঙ্গ,নিস্তব্ধ এবং নীল৷

আমি খুব একা,খুব রংহীন

দূরেই থাকি,দূরত্ব সীমাহীন৷

আমি প্রবাহিত হয়ত নদী 

বয়ে চলি নর্জন পথে অন্তহীন।

আমি বিভাজিত নই এখন

আমি এক বিশাল শূন্য বিরহী।

চঞ্চলতা নেই, স্থির আমি

আমি চূর্ণ হই গোপনে, ভিষণ অধীর।

আমাকে দেখে না কেউ এখানে

জনতার মাঝে হেঁটে চলা বোধির।

আমাকে একাই থাকতে হয়

সয়ে সব বুকের গোপণ যন্ত্রণা।

আমাকে বেধনা কোন বন্ধনে,

আমি কখনো বন্ধনে জড়াবো না।

আমি দূরেতে থেকে যাব ঠিক

কোন বন্ধনই যে আমার সয় না।

আমাকে আমাতেই থাকতে দাও

আবেগে কখনোই জড়াতে এসো না।