দৃষ্টি অন্যতরো

দৃষ্টি অন্যতরো


চৌধুরী হাফিজ আহমদ 


ইউক্রেইন যুদ্ধ , মধ্য প্রাচ্যের যুদ্ধ , এই সবে যখন নাকানি চোবানি খাচ্ছে আমেরিকা ব্রিটেন ও ইউরুপিয়ান জোট তখনি ফিলিস্তিনে হামলা ধুরু করেছে আবার , এই  অতর্কিত হামলায় সিয়াম পালন রত মুসল্লিরা আক্রান্ত হয়েছে যার ফলে সেখানে সৃষ্টি হয়েছে আবার ও অচলাবস্তা - আমি প্রায় ই দেখেছি আমেরিকা  যখন চারিদিক থেকে হতাশ হয় তখনি হামলা চালায় তাহাদের জারজ সন্তান ইজরাইল কে দিয়ে , আগেকার প্রধান মন্ত্রি বেনইয়ামিন নেতানিয়াহু ও ছিল তাহাদের আজ্ঞা বহ একান্ত ডাকাত অনুচর এখন কার প্রধান মন্ত্রি এ সেই রকম বিড়াল ছানা । মুসলমান দের গায়ে চুলকানি দিয়ে  তাহাদের মুড়লি পনা দেখাতে ব্যস্ত হয়ে পরে , বিশ্ব মানবতা বলতে এখন কিছুই নাই , রোআন্ডার প্রতি অমানবিকতা যখন অবলিলায় করতে পারছে সেখানে ফিলিস্তিনিদের হামলা তাহাদের জন্য মামুলি ব্যাপার ই বঠে । রাশিয়ার পুতিনের কাছে স্তান ও মান না পেয়ে  ফিলিস্তিনে এই হামলার নিন্দা জানাচ্ছি এবং বলতে চাই , এক্ষুণি হামলা এবং মামলা বন্ধ করুন নতুবা আপনাদের কারনেই আপনাদের আঙ্গিনায় ই জন্ম নেবে রবার্ট জেইমস এর মত হাজার হাজার ভোক্ত ভোগী , ২ দিনের মাথায় ই জনগনের দৃষ্টি অন্যত্র ফেরাতে ফিলিস্তিনে হামলা সহজেই বলে দেয় আপনাদের দেউলিয়াপনার ,এখনো সময় আছে ভাল কিছু করে যান যেখানে সাদা কালো মিলে মিশে শান্তির ছায়ায় বসবাস করতে পারে । কালোদের গায়ে হাত দেয়ার ফল ভাল হয়নি এখন ফিলিস্তিনিদের গায়ে দেয়ার ফল ও উল্টো হবে , এরা হারতে জানেনা শহীদ হতে জানে , আমি ফিলিস্তিন বেশ কয়েকবার ভ্রমন করেছি দেখেছি তাহাদের প্রতিভা - এই জাতি পাথরে বানায় ফুলের বাগান রক্ত দিয়ে দেয় পানি , তাই ফিলিস্তিনিদের প্রতি নির্দয় আচরন বন্ধ করুন এবং ক্ষমা চান অতীতের জন্য - তাহাদের স্বাধীনতা হরন করেছেন এবারে ফিরিয়ে দিয়ে সম্মান বাচান নতুবা পতন আসন্ন ।