নববর্ষ

নববর্ষ

মমতা রায় চৌধুর

বছরের অন্তিমলগ্নে

নববর্ষে উঠি মেতে।

দুঃখ হাসি কান্না ভুলে

নতুন রঙে নতুন সাজে।

ভুবন ভোলা বুলি বলে  

যন্ত্রণাগুলো সরিয়ে ফেলে।

আসুক যত বাধারপাহার 

নিকষ কালো অন্ধকার।

  যতই দোসর হয়ে উঠুক

সাম্প্রদায়িকতার ভ্রুকুটি ,।

হিংসা দ্বেষ দ্বিধা দ্বন্দ্ব

ঝেড়ে ফেল সব মত দ্বৈত।

সবার প্রাণে উঠুক তান

মানবিকতার জয়গান।

ধর্ম জাতি ভেদাভেদ ভুলে

 শান্তি বিরাজ পৃথিবীজুড়ে।

বছরের ওই অন্তিম লগ্নে

নববর্ষে নব আনন্দে 

মাতি যেন সব লোকে।

জমে থাকা দুঃখ কষ্টের

শিকড় গুলো উপড়ে ফেলে

চাষী ধরুক নতুন গান

ফলিয়ে সোনার ফসলে।

অনাদরে আছে যারা

তারাও পাক সুখের কনা।

পৃথিবীর সব লোকে

ভালো থাকুক বর্ষ জুড়ে।