শিশির আজম এর দুটো কবিতা

শিশির আজম এর দুটো কবিতা
একটা ডাল
অবশেষে নক্ষত্রের পুচ্ছে ঝুলে পড়বার মতো একটা ডাল
পাওয়া গিয়েছিল। কিন্তু সূর্য ছিল খুব নিচুতে
আর আমি আমার পা উপরে তুলতে ভয় পাচ্ছিলাম।
বাঁশঝাঁড়ের স্বভাবটা সব সময়ই অনমনীয়,
সমুদ্রের চেয়ে ছোট তার ডানা যখন রাস্তার ওপরই
শুয়ে পড়লো তখন সিদ্ধান্তের স্বাধীনতা খর্ব না হয়ে
উপায় ছিল না। ঘাসফড়িঙের
ডানার তলে আর লুকোছাপা নেই চাষীপরিবার, বিদ্যুতের তার
সরলমনা গ্রামগুলোর বুক ছিদ্র করে চলে গেছে।
তার জন্য সভ্যতার টানাহ্যাঁচড়া, রক্তচলাচল দু'মিনিট বন্ধ,
তৃতীয় মিনিটে ভূমধ্যসাগরের তল ঘেষে
সংকেত ছাড়াই বাাঙালি ট্রেনের জয়যাত্রা। কেননা গার্মেন্টস শিল্পে
মেয়েরা একীভূত। আর ঝুলে পড়াই
যুক্তিযুক্ত মনে হলো যদি শকুনকুমারী তার পুচ্ছ থেকে নামিয়ে দেয়
একটা ডাল।
কাম্ অন্ জ্যাক, জ্যাক কেরুয়াক
----------------------------------------------
কোন এক রাত বিস্ফোরিত হলে
তার তেজ বা তেজস্ক্রিয়তা
ছড়িয়ে পড়বে
লক্ষ লক্ষ রাতের ওপর।