হে ক্ষণিকের অতিথি

হে ক্ষণিকের অতিথি

পারভীন আকতার

শিক্ষক কিংবা লেখক যত বড় হই আমরা,

বিনয়ে নম্রতায় সদা শুদ্ধাচারে রই উত্তমেরা ।

জীবন আছে যতক্ষণ তাকাব নীচে নিরাপদে,

উঁচু অট্টালিকার পানে না ছুটি পিছে শত আপদে।

প্রতিটি মানুষ আলাদা অনন্য একেক সত্ত্বা,

কভু যেন না করি হেলা ছল জুলুম অগত্যা।

মানব মন বড়ই বিচিত্র ষড়রিপুতে ঘর্ম ভরা,

মহৎ গুণে মহিমান্বিত মানুষ উজ্জ্বল ধরা।

অতি ক্ষুদ্র মানব জীবন যৌবন প্রৌঢ় পড়ন্ত বেলা,

আত্মনিয়ন্ত্রণ খুবই জরুরী কভু নয় অবহেলা।

জীবনের যত ভুল মোহ আছে শুধরে নিতে হবে,

 ক্ষমার অর্ঘ্যদান মাল্য খোদ প্রভু পরিয়ে দেবে।

এই জগতের লোভ লালসা তুচ্ছ অতি জেনো,

মৃত্যুই বিনাশ পাপপুণ্যের হিসেব অবিচল মেনো।

ঠাঁই নাই কোথাও; জাগো সময় সম্ভারে প্রতীতি,

স্বয়ম্ভরে ওঠো সত্যের মিম্বারে ক্ষণিকের অতিথি