স্বপ্ন ও সময়

স্বপ্ন ও সময়

আশিস মিশ্র

স্বপ্নের মৃত্যু নাকি মৃত্যুর স্বপ্ন 

কোনটা দেখছো ;

অন্ধকার অবরোধ করে রাখে। 

কোন অধিকারে 

আজ শুয়েছো রাস্তায়

কে বা কারা ডাকে। 

থেঁতলে গেছে মুখ--তবুও জলের সাহসে 

আগুনের ভেতর দিয়ে হেঁটে যাও। 

যা সত্য বলে জানো ; মিথ্যের মুখটি ভাঙো ;

টেনে তুলে নাও বন্ধুর গোঙানো। 

দেখো দেখো, কতজন আজ পাশে! 

তাহলে বলো, স্বপ্নের মৃত্যু হয়নি 

মৃত্যুর স্বপ্নও দেখোনি।