প্রতীক্ষার_পাণ্ডুলিপি

প্রতীক্ষার_পাণ্ডুলিপি

#নাজনীন _নাহার

আমার একাকীত্ব কিংবা আমার নিরন্তর প্রতীক্ষার প্রতিটি নিঃশ্বাসের অনুবাদে,

তোমাকে চাওয়ার লিখিত অলিখিত তৃষ্ণারা ভীড় করে।

আমার চোখের দীপান্বিতায় যে আয়ুশি স্বপ্নের ক্যানভাস,

সেখানে প্রত্যহ ভুল বিশ্বাসে তোমাকে নিয়ে সংসার পাতে বিষণ্নতার জলময়ূর।

তোমার বেদুঈন মনের জলবায়ুতে দ্রুত বদল হওয়া ঋতু বৈচিত্রে,

আমার বসন্ত হারিয়ে যেতে যেতে পরিযায়ী ঠোঁটে করে নিয়ে যায়,

জীবনের সবটুকু উষ্ণতার জলছবি।

তুমিহীনা শীতার্ত বিকেলই চুরি হয়ে যায় আমার সব রাতের ঘুম।

অন্ধকার রাতের রঙ মুছতে মুছতে আমি তুলে নেই,

নিজের জন্য একখানা পরিপাটি ভালোবাসার নির্বাসন।

আঁধারের হলদে আভায় আমার চোখে বসন্তের বদলে হাঁটতে থাকে,

নামহীন অজ্ঞাতনামা শহরের গন্তব্য।

বাতাসে দুলতে থাকা নানান রঙের বেদখল সাইনবোর্ডে দেখতে পাই,

তোমারই অস্পষ্ট মুখচ্ছবি।

তোমার স্মৃতির ছায়ারা এলোমেলো করে দিয়ে যায়,

আমার পিঙ্গল চুলের সিঁথি।

কানের সীমানায় সংঘটিত এলোচুলের ভূমিকম্পে,

আমি তোমারই স্পর্শ খুঁজে ফিরি।

আমার আঙ্গুলে বুনে দেয়া তোমার প্রণয় প্রতিশ্রুতি এখনও, 

তোমার নামের স্বরলিপি লিখে যায়।

আমার খসে পড়া শাড়ির আঁচলের সুগন্ধি অনুরাগের অনুরণন,

দুঃখ প্রকাশের অনিচ্ছুক ডাকটিকেটের স্বারক ছাপিয়ে উদযাপন করে, 

তোমার আমার অসমাপ্ত গল্পটার ইতিবৃত্ত।

অপেক্ষারা তখন অপেক্ষাকৃত অনগ্রসর ভবিষ্যতের মানচিত্রে এঁকে দেয়,

অবিকল তুমি নামক তরতাজা একখানা প্রতীক্ষার একাকীত্ব।