ফিরে আসো

ফিরে আসো

সামরিন শিরিন 

কথায় কথায় বললে একদিন, 

"আচ্ছা, তুমি কবি রিনরিনকে চেনো ?

আমি সবিনয় অজ্ঞতায় বললাম 

না তো।

এবার কিছুটা বিরক্তি নিয়েই বললে,

"আরে ঐ যে, উনি এফ বি তে লিখে! 

মূলত ডাঁহা রোমান্টিক, 

অলমোস্ট অন্তর্মুখী এবং 

সত্য যুগের এক ত্যাঁদড় মহিলা ।

আমি বললাম ওহহো! ইজ শী?

হা হা হা।

প্রচন্ড কাস্টে ক্ষোভে বর্ষালে এবার 

" আচ্ছা, তুমি এমন কেন!"

আমিও স্বদর্পে এবং ঈষৎ ত্যাড়ামীতেই

বিমর্ষ বললাম, 

তাইতো বারবার ফিরে আসো 

ক্ষমা চাও

আমি অঝোর কাঁদি।