বিবর্ণ সুখ

বিবর্ণ সুখ

সামছুল হক

চেয়েছি কিছু শ্রুতিমধুর শব্দের বিন‍্যাস,

অথচ দিয়েছো বিষাদে ভরা এক বিবর্ণ উপন‍্যাস।

এই ভরাডুবির যৌবনে লালসার প্রলোভন,

কিছু সুখ উপার্জনের শুধু শুধু ব‍্যর্থ অন্বেষণ।

যাপিত জীবন বহে স্রোতের বিপরীতে,

কাঙ্খিত বাসনারা নিলাম হয় সস্তা ধরে।

শূন‍্যতার রাজপ্রাসাদে নিথর সদ‍্য প্রয়াত সুখ,

বিরহী প্রহরীরা পালন করে অযাচিত শোক।

নিরব কোলাহল বিহীন নিঃসঙ্গ হৃদ প্রাসাদ,

শব্দের আত্মাহুতিতে অনুভূতির কাব‍্যেরাও অবস্বাদ।

কল্পনার প্রজাপ্রতিরা ফিরবেনা মনের উঠোনে,

ধান শালিকেরাও উড়াল দিয়েছে গেলো বসন্তে।

ঝং ধরা দেহে বসবাসরত ক্লান্তির আলিঙ্গন,

বেজে উঠে করুণ সুরে প্রত‍্যাখিত স্বপ্নের ক্রন্দন।

একদিন সময় ফুরাবে রুদ্ধ হবে আকাঙ্খিত সঙ্গম,

বুঝিলাম সুখ! সে তো ছিলো এক মরিচিকার ভ্রম।