ব্যাক্তিগত আকাশ

ব্যাক্তিগত আকাশ

লিখন আহম্মেদ রুপাই

আকাশকে বন্দী করে এমন পাঁজর কার ?

তবুও একটা ব্যক্তিগত আকাশ মায়ায় পুষে রোজ তারাদের আবাদ করে মানুষ পাঁজরে।

আমি নিছক গল্প শোনা মানুষ, প্রচন্ড ভিতু আর আর আত্মভোলা।

তাই এসে ভীড় করি গল্পের আসরে! 

মায়ায় পোষা আকাশ কেমন হয়!

সূর্য কখন উঠে 

কখন ডোবে

কোণ কোণে কোন তারার আবাদ

কখন মেঘ আসে 

কোন নামে বৃষ্টি ঝরায়

কোন রঙে রামধনু সাজায়

শুনেছি মায়ায় পোষা আকাশ ভাঙার শব্দেই নাকি স্বচ্ছ নোনাজলের নদীর জন্ম।

সে নদীর জলে ডুবে মরে মানুষ,

আর নদীর জল শুকালে মরে যায় আকাশ।

আগেই বলেছি আমি বড্ড ভিতু আর আত্মভোলা তাই পাঁজরে আকাশ পোষার মতো দুঃসাহস করি না।

কিন্তু আকাশ পোষার গল্প আমার ভীষণ প্রিয়।

আকাশ পোষার গল্পে আমি হেসে লুটোপুটি খাই কখনো বা স্তব্দ হয়ে যাই। 

আবার খিলখিল করে হেসেও উঠি।

আকাশ পোষার গল্প শুনতে শুনতে কখন যে আকাশ পোষার মায়া জন্ম নিয়েছে পাঁজরে টের পাইনি।

আমার খুব ভয় করে আকাশ পুষতে তবুও কেমন করে যেনো পুষে ফেলছি।