বিষন্ন সুন্দর

বিষন্ন সুন্দর

সিকতা কাজল 

বিষন্ন সুন্দর সাদা ভাতের ভিতর ভেসে ওঠে জীবনের ক্যানভাস।  

সকাল দির্ঘ হতে - হতে বিকেল ও সন্ধ্যা পেরিয়ে 

রাত্রির ঘুমহীনতা পেয়ে বসে  

নক্ষত্রের বুকে।  

বাতাসের বোতাম খুলে ঢুকে পরে মেঘ সহসা,  

বরফ - বরফ কষ্টে তখন তোমরা একেবারে

 ঢেকে ফেলো নিজেদের।  

রক্তাক্ত শরীর, কান্নার আর্তচিৎকার,  

আগুনের লেলিহান 

শিখা ছড়িয়ে পরে

 আকাশ ও সমতলে৷  

দ্বিখণ্ডিত হয় মা, মাটি, দেশ, ভূ- খণ্ড।  

আমাদের কোটি - কোটি চোখ যা দেখে, 

 দেখছে 

সে দেখায় যে চিত্র 

তা শেষ কথা নয়।  

সে ছবিকে অতিক্রম করে

 দাঁড়িয়ে যায় সত্য।  

সত্য দেখার চোখগুলো গুটিকতক ,

  তারা ধানের নামতা পড়ে জেনেছে

 ধানকাব্যের জন্ম ইতিহাস।  

কোটি - কোটি চোখ দেখে নিষ্ঠুরতা, নির্মমতা। 

দেখে রক্ত গঙ্গানদী।  

সমুদ্র সীমাহীন প্রত্যাশা নিয়ে  

মানুষ চেয়ে থাকে, অসীম শূন্যতায়।  

খোঁজে নিরাপদ আশ্রয়।