ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

শাহারা খান

বিশেষ প্রতিনিধি ,বাংলাভাষী ডট কম

২৪ অক্টোবর রবিবার লন্ডনের হোয়াইটচ্যাপেল ALHAMBRA রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ভাদেশ্বর উন্নয়ন সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান।

       সামছুজ্জামান আহমদ বেলু মিয়ার সভাপতিত্বে প্রথম পর্ব পরিচালনা করেন সেক্রেটারী আবুল কাশেম।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কাজী আজহারুল ইসলাম মাহবুব।

      অত:পর নতুন কমিটির পক্ষ থেকে পুরাতন কমিটির ফাউন্ডার মেম্বারদের ক্রেস্ট প্রদান করা হয়।

ক্রেস্ট প্রাপ্তরা হলেন——-

ফাউন্ডার মেম্বার—-এ কিউ চৌধুরী

ফাউন্ডার মেম্বার—হাজী নুরুল গনি

ফাউন্ডার মেম্বার—-মোহাম্মদ আলী আহমদ

     দ্বিতীয় পর্ব পরিচালনা করেন নব নির্বাচিত সেক্রেটারী লেকচারার কাজী সাইফুর রহমান সাফিন।

সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন——-

সভাপতি—জনাব মকবুল আহমদ

সিনিয়র সহ সভাপতি—আতাউর রহমান 

সহ সভাপতি- ব্যারিষ্টার ওমর ফারুক

জয়েন সেক্রেটারী—কবি শাহারা খান

জয়েন সেকেটারী—জামাল উদ্দিন 

ট্রেজারার—সিরাজুল ইসলাম

জয়েন ট্রেজারার—আফজল হোসেন

প্রেস এন্ড পাবিলিকেশ সেক্রেটারী সাংবাদিক জামাল আহমদ

আবুল কাশেম খান

হারিছ আলী

চ্যানেল এস এর উপস্হাপক সায়েক আহমদ সওদাগর

অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন—

সামছুর রহমান

ছালেহ আহমদ

সিপন বেগম

ফাতেমা বেগম

সাহারা ইসলাম

জাফরুল ইসলাম

রুহেল আহমদ

আফজল হোসেন

কলা মিয়া

ছুনু মিয়া প্রমূখ।

কমিটির নতুন সদস্য তালিকা———

সভাপতি—জনাব মকবুল আহমদ

সিনিয়র সহ সভাপতি-জনাব আতাউর রহমান

সহ সভাপতি—ব্যারিষ্টার ওমর ফারুক

সাধারন সম্পাদক—লেকচারার কাজী সাইফুর রহমান সাফিন

সহ সাধারন সম্পাদক—কবি শাহারা খান

সহ সাধারন সম্পাদক—জালাল উদ্দিন

ট্রেজারার—মোহাম্মদ সিরাজুল ইসলাম

জয়েন্ট ট্রেজারার—আফজল হোসেন

শিক্ষা ও স্বাস্হ্য বিষয়ক সম্পাদক—কাউন্সিলার সারিকা মকবুল

প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী—সাংবাদিক জালাল আহমদ

সন্মানীত সদস্যরা হলেন———

হাজী নুরুল গনি

মোহাম্মদ আলী আহমদ

সামসুজ্জামান আহমদ বেলু মিয়া

আবুল কাশেম খাঁন

আব্দুল খালেক

আবু সায়িদ আহমদ খাঁন

হারিছ আলী

জহির উদ্দিন

আতিকুর রহমান শেফার

রুহেল আহমদ

১৯৬৮ ইং সালে গঠিত ভাদেশ্বর উন্নয়ন সমিতি ইউকে নানাবিধ সামাজিক কর্মকান্ড করে দেশ ও প্রবাসের মানবসেবায় যথেষ্ট ভূমিকা রাখছে।