স্নায়ুকোষে সেলুলয়েড

স্নায়ুকোষে সেলুলয়েড

রুনা আক্তার স্বপ্না

ঘনবীথি ছায়াপথ বিস্মিত প্রতিরূপ;

আশার দিশা হারায় বিষাদ ঘনত্বের ঘনিষ্ঠতায়।

স্বপ্নের বেলাভূমে বিধ্বস্ত বিষাদের সারি

ভালোবাসার ব্যঞ্জনে বেহিসাবী নুন

প্রতিটি প্রহর নিদারুণ অবহেলায় হচ্ছে খুন।

অবসন্ন গ্রন্থিমালা,

বিবর্তনের উপাদানে মিশে যায় দ্রবণ, 

উদয়াস্ত নীতিতে হয় কালের নিদান।

গোধূলির রঞ্জিত আবির স্বৈরিণী দ্রোহে নামায় রাত

নীলিমায় বাষ্পীয় কুয়াশা

সম্ভোগ সত্তায় পুঞ্জীভূত মেঘ

হৃদপিণ্ড ছিঁড়ে ওঠে দীর্ঘশ্বাস। 

প্রসার সংকোচনে ক্ষয়ে যায় অনুভব,

জঠরে অবরুদ্ধ ধ্রুব স্বপ্ন;

আবদ্ধ জঠরেই তার হয় মরণ

পোয়াতি ইচ্ছের হয়না প্রজনন। 

হৃদয়ের উষ্ণতা শুষে নেয় হেমলক;

সময়ের স্নায়ুকোষে মিশে আছে সেলুলয়েড।।