এপিঠ- ওপিঠ

এপিঠ- ওপিঠ

নূরজাহান শিল্পী

মানুষ---

বেচেঁ থাকলে নাম খ্যাতি অতিরঞ্জিত প্রকাশ,

মরে গেলে এক পলকে হয়ে যায় যে লাশ।

বেচেঁ থাকলে রঙিন কাপড়ে সদা থাকে সজ্জিত

মরে গেলে সাদা কাফনে হয় যে আবৃত। 

বেচেঁ থাকলে দামী পারফিউমে সুগন্ধ ছড়ানো,

মরে গেলে গোসল শেষে আতর অঙ্গে মাখানো। 

বেচেঁ থাকলে গাড়ী বাড়ি অর্থ বিত্তের বেসাতি,

মরে গেলে কেবলই সাড়ে তিন হাতের বসতি। 

বেচেঁ থাকলে হানাহানি অতিলোভ আর লালসা ,

মরে গেলে আফসোস হায়! বুঝে না ভালোবাসা।

বেচেঁ থাকলে সমাজ সংসার তুমি- আমি প্রেমী

মরে গেলে সকলের পাপ পূণ্য আসলেই দামী। 

বেচেঁ থাকলে আমিত্বের লড়াইয়ে হই মুখোমুখি,

মরে গেলে প্রত্যাশার ঘর যেনো ফাঁকা না রাখি।

বেচেঁ থাকলে খুঁজে বেড়াই জীবনের সকল রসায়ন,

মরে গেলে নিমিষেই রুদ্ধ করে আপনার বাতায়ন। 

মান -হুশ বেচেঁ থাকতেই হারাতে যেন না হয় হুশ,

মরে গেলে না থাকে যেনো কেবলই আফসোস।