ভালোবাসার শেষ নিশ্বাস

ভালোবাসার শেষ নিশ্বাস

সৃজনে:অদিতি প্রামানিক

বৃষ্টি  পড়ে ঝমঝম অসময়ে,

যদিও রাতের বৃষ্টি আমার খুব ভালো লাগে।

তবুও কেন জানি আজ রাতের বৃষ্টিটা ভালো লাগছে না,

বৃষ্টির শব্দটা খুবই কানে বাজছে।

আজকাল অনেক কিছুই আর আগের মতো ভালো লাগে না,

কোন কিছুতেই যেন আনন্দ বা ভালো লাগা অনুভুতি জাগে না।

সবকিছু কেমন বিশাদময় প্রাণহীন,

সজিবতার বড়ই অভাব আজকাল।

মানুষ আমি তবুও মাঝে মাঝে ভুলে যায় সত্যি কি মানুষ আছি,

যুগের হাত ধরে এগিয়ে চলেছি যানিনা আর কত দূরে যাব।

আর কত দূরে গেলে পাবো সেই কাঙ্খিত ভালো লাগা অনুভুতি,

আজকাল খুব বেশি যেন মনে পড়ে তোর কথা মনের অগোচরে।

জানিনা কোথায় আছিস কেমন আছিস আদোও কি ভালো আছিস?

নাকি আমারি মতো প্রাণহীন তামাটে বর্ণ ধারন করেছিস অগোচরে।

সুখের বৃষ্টি এখন আর ঝরে না তবে দুখের অশ্রু নির্লিপ্ত ভাবে ঝরে অঝরে।

দুখের অশ্রুদের যেন কোন দ্বায় নেই,

নেই কোন অনুভুতি শুধু যেন পতিত হতে পারলেই ওদের শান্তি।

আমি কেন ওদের মতো শান্তি খুঁজে পায় না ক্ষনিকের তরে,

আমি আজও হাতরে মরি সেই সুখ অনুভুতিকে স্পর্শ করতে।

আজও চলার পথ আমাকে দেখিয়ে দেয় না কোন পথে পাবো শান্তি।

পাখিদের কোলাহল আমায় শান্ত করে না, বাতাসের মরমর ধ্বনি আমাকে সুখ দেয় না, ফুলেদের সৌরভ আমায় মুগ্ধ করে না সবই যেন হারিয়ে গেছে অতলে গভীর থেকে আরো গভীরে।

আমি হারিয়ে সুখ খুঁজি, আমি বেঁচে মৃত্যুর যন্ত্রনা ভোগ করি,

তবুও অনুভুতিরা নাড়া দেয় না ভালো লাগা সুখটুকু এসে স্পর্শ করে না।

আমি যেন দিনদিন এক তামাটে প্রাণহীন জীবাশ্ম তে পরিনত হচ্ছি আর দুখের নির্মম অসুখে পরিনত হচ্ছি।

এভাবেই হয়তো একদিন শেষ হয়ে যাব, আর ভালোবাসার শেষ নিশ্বাস টুকু রেখে যাবো শুধু তোরই জন্যে।