মুখাবরণ

মুখাবরণ

 রকিবুল হাসান

রঙের নিচে রঙহীন যেই রূপ

আবরণে ঢেকে ক্ষণিক থাকে চুপ ।

আবরণ কভু সরলে অবশেষে

জেগে ওঠে সে পূর্বের সেই বেশে ।

বিশ্রী থেকে সুশ্রী যে হয় রঙে

প্রকৃত রূপের মর্ম কি সে জানে ?

বাহির রূপে লোক ভোলানো ছল

ভেতরে লুকানো ধ্বংসকারী কল ! 

নিরাকারে মুখোশে ঢাকা রূপ

ছদ্মবেশে কৌশলে থাকে চুপ ।

চাকচিক্য সুবোধ পোশাক বেশে

হৃদয় মাঝে আসন পেতে বসে । 

নিজের স্বার্থ পূর্ণ যাহার কাজ

অন্য কারো ধ্বংসে কিসের লাজ? 

মুচকি হেসে মিষ্টি কথার ফাঁদে

কৌশলে সে নিজের পুঁটলি বাঁধে ।