ক্ষণকাল

ক্ষণকাল

তাহের মাহমুদ

এখানেই জন্মেছিলো ইতিহাসের বীজ

কষ্টের আবাদে ভূমিষ্ঠ হতো নষ্ট ফসলতলা

আজ যা দেখি শ্মশ্রুল শ্মশান!

সেখানেই ডুবিছে ভূলোক 

ম্লান করিছে কতো দৃষ্টি অমরত্বের শর্তে

স্বর্গ হতে মর্তে

দ্বন্দে অন্ধে বন্ধ সমূখের চোখ

আর কবে শোধ হবে ঋন, কেটে যাবে শোক?

সেদিন গেছে তো গেছে, এবার ক্ষান্ত হও কীট

ঘাস-পাতা আগাছা নির্মম কংক্রিট 

ভ্রান্তির ছোবল কষে দেবে ঘা 

অনাগত শেওলার দল একূলে ওকূলে

তাকাও মূলে নষ্ট ভুলে !