মায়া

মায়া

জাবেদ আহমেদ 

হিরে চোখের মায়া

ঘনকালো চুলের মায়া

মিষ্টি দুইটি ঠোঁটের মায়া,

চঞ্চল গতিবিধি র মায়া

মিষ্টি কন্ঠের মায়া,

লালপেড়ে সাদা শাড়ি র মায়া,

কাজলভরা চোখের 

চাহনির মায়া,

মায়ায় জড়িয়ে 

নিরন্তর কলিজায়

লালনপালন করার মায়া

শুধু তোমাকে দেখে

সহস্র ফুল কুড়ানোর মায়া,

ও মায়া ওমায়া

সর্বক্ষণ অন্তরে তোমার ছবি

দোলে মায়া,

অষ্টপ্রহর দেখেও চোখ ফিরে না

ও মায়া, 

মায়া।