রূপগঞ্জ ট্রাজেডি

রূপগঞ্জ ট্রাজেডি

          আহমদ হোসেন হেলাল

বাংলাদেশের প্রাচীন  নগরী
নারায়ণগঞ্জের রুপগঞ্জ  হাশেম ফুডস এর
সেজান জুস কারখানায়
ভয়াবহ এক আগুন ট্রাজেডি 

৫২ জন মানুষ পুড়ে ছাই হয়েছে
কতটি জীবনের আশা হাহাকারে হারিয়ে গেছে
প্রিয়জনের আহাজারী
প্রিয়জন হারানোর বেদনা
সুদুর থেকে আমাদের ও হাহাকার হয়ে উঠেছে মন

যারা মৃত্যুকুপ থেকে ফিরে এসেছে
তাদের ভয়ংকর স্মৃতি  নিয়ে ফিরে এসেছে

কন্যা হারানো একজন পিতার আহাজারী
কলিজার টুকরা মেয়ে হারিয়ে
অসহায় পিতার শেষ আকুতি

; ভিক্ষা দাও আমার মেয়ের হাড় বডি 

আইনশৃংখলা বাহিনীর হাতে
কারখানার মালিক সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়েছে

পৃথিবীর মহামারী করোনাকালে
রুপগঞ্জ  ভয়াবহ আগুনের দুর্ঘটনার  দায়ী কে ?
কারখানা নয় যেন বন্দিশালা 
গেইটে তালা লাগানো।সিড়ি ও ফটক বন্ধ 
যেন শ্রমিকরা দাগী আসামি

মানুষের প্রতি মালিকপক্ষের ন্যুনতম মায়া নেই
মানুষ যেন হাস মুরগি গরু ছাগলের চেয়ে মুল্যহীন

আমরা দেখেছি সাভার ট্র্যাজেডি 
আমরা দেখছি রুপগঞ্জ  ট্র্যাজেডি 
আমরা দেখছি ইরাকে করোনা হাসপাতালে আগুন
আমরা দেখছি ইরাকে আগুনে ৪৪ জনের মৃত্যু
আমরা মানুষের আর কতো অবহেলা দেখবো
আমরা পৃথিবীর শান্তি চাই।
আমরা সবাই সরকার , ব্যবসায়ী, শ্রমিক ভাই
আমরা পৃথিবীর সবাই দায়িত্বশীল হতে হবে

পবিত্র মহাগ্রন্থ আলকোরানে বলা আছে,
; যে ব্যাক্তি কোন মানুষের প্রাণ রক্ষা করলো
  সে যেন সমস্ত  মানুষের প্রাণ রক্ষা করলো ;

সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা 
মানুষের প্রতি মানুষের অবহেলা দুর হউক
সৃষ্টিকর্তার কাছে প্রার্থণা 
মমতায় ভরে উঠুক সারা পৃথিবী