রবি ঠাকুর

রবি ঠাকুর


সুমন ভৌমিক

রবির আলোয় যেমন আলোকিত হয় পুরো পৃথিবী,
রবি ঠাকুর ঠিক তেমনি তোমার লেখা 
গল্প, কবিতা, ছড়া, গান, উপন্যাস
আলোকিত করেছে সাহিত্যের অঙ্গন। 
সাহিত্যের এমন কোন শাখা নেই
যেখানে তোমার হাতের 
কলমের যাদুর স্পর্শ নেই।
তোমার লেখায় সমৃদ্ধ হয়েছে বাংলা সাহিত্য,
বিশ্ব দরবারে হয়েছে প্রতিষ্ঠিত। 
তুমিই প্রথম বাঙ্গালী
যিনি এনেদিয়েছিলে নোবেল প্রাপ্তির সম্মান,
পেয়েছিলে বিশ্বকবির খেতাব
তোমার গড়ে তোলা শান্তি নিকেতন রাখছে 
সাহিত্য চর্চা ও মেধাবিকাশের অনন্য অবদান। 
বলতে দ্বিধা কোথায়
অবসরের প্রিয় সঙ্গী,
রবীন্দ্র সংগীত মনে প্রানে
ভালোবাসার আবেশ ছড়ায়।
আজ বাইশে শ্রাবণ 
আজ তোমার আশিতম প্রয়াণ দিবস।
আজকের এই দিনে
পৃথিবীর মায়া ত্যাগ করে 
চলে গিয়েছিলে না ফেরার দেশে।
তুমি মরেও অমর
তোমার কর্মই তোমাকে বাঁচিয়ে রেখেছে
রাখবে জীবনভর।
বিশ্বজোড়া তোমার খ্যাতি তাই বলে,
তুমি আছো বাঙ্গালীদের অন্তরের অন্তঃস্হলে।
বাংলা সাহিত্যপ্রেমী মানুষ সর্বদা
তোমার লেখাকে মন থেকে করে বরণ, 
শ্রদ্ধা ও ভালোবাসায় তোমার করে স্মরণ।