শখের ময়না নাই 

শখের ময়না নাই 

এস, আলম 

হৃদয় মাজারে রাখিয়া আগুন 

ফাল্গুন খুঁজে যাই, 

বসন্তের কোকিল ডাকে না আর

ভালোবাসা যে নাই । 

অতি আদরে পুষেছি ময়না 

অন্যের গান গায়, 

হৃদয় আমার ব্যথায় ব্যথিত 

কি যে হবে উপায় । 

ভালোবাসা তার কম ছিল না

প্রাণ দিয়েছি তারে,

ময়না আমার আড়াল দিয়ে যাচ্ছে পরের ঘরে । 

কষ্ট আমার তবে হৃদয় ভরা 

 ময়নার খোঁজে যাই,

বনজঙ্গলে খোঁজে বেড়াই 

কোথাও সন্ধান নাই । 

আকাশ পানে তাকিয়ে দেখি 

ময়নার জোড়া যায়, 

মাদী ময়নাটা যে আমার ছিল

সে নর পেলো কোথায় ! 

দুঃখ আমার আর শেষ হবে না 

অন্তত পুড়ে'ই ছাই, 

ময়নার ঘরে'ই আজ বসে কাঁদি 

আগের ময়না নাই ।