সিত্রাংয়ের তাণ্ডবে মৃত্যু বেড়ে ৩২

সিত্রাংয়ের তাণ্ডবে মৃত্যু বেড়ে ৩২

বাংলাভাষী ডেস্ক :

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে গাছ চাপা, দেয়াল ধস ও নৌকা ডুবে এখন পর্যন্ত রাজধানীসহ ১৪ জেলায় ৩২ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। সেখানকার সন্দ্বীপ চ্যানেলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তীব্র বাতাস ও ঢেউয়ে বালু তোলার ড্রেজার ডুবে আট শ্রমিকের মৃত্যু হয়।

সন্দ্বীপ চ্যানেলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তীব্র বাতাস ও ঢেউয়ে বালু তোলার ড্রেজার ডুবে আট শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া ভোলায় ৪ জন, টাঙ্গাইলে ৩ জন, কুমিল্লায় ৩ জন, নড়াইল ১ জন, বরগুনায় ১ জন, সিরাজগঞ্জে ২ জন, গোপালগঞ্জে ২ জন, নোয়াখালীতে ১ জন, শরীয়তপুরে ১ জন, কক্সবাজারে ২ জন, পটুয়াখালীতে ১ জন, গাজীপুরে ১ জন ও মুন্সিগঞ্জে ২ জনের মৃত্যু হয়েছে।