হৃদয় নীলা

হৃদয় নীলা

ড. আবদুল আলীম তালুকদার

আমি না হয় নিত্য তোমার

সাথী হবো

রাত্রিদিন তোমার পথেই

পা বাড়াবো।

আসবো যাব দেখবো তোমার

কানন কায়া

আশ্ মেটাবো দেখে তোমার

কল্প ছায়া।

 

আমি না হয় কষ্ট নিয়ে

রাত কাটাবো

তোমায় নিয়ে অযথা আর

না ঘাটাবো।

দেখবো স্বপন তোমার আমার

রঙ্গলীলা

ছল করো না ওগো প্রিয়

হৃদয় নীলা।

আমি না হয় তোমার জলে

গা ভাসাবো

মান ভাঙাতে তোমায়

একটু হাসাবো।

খুশীর জোয়ার বইবে তোমার

নিটোল গালে

তুমি আমার হবেই যদি

থাকে ভালে।

আমি না হয় তোমার প্রেমে

মজেই যাবো

কিচ্ছু না হয় তোমার কাছে

নাইবা পাবো।

বিলিয়ে দেবো এ প্রাণ দেহ

তোমার তরে

থাকবে তুমি অহর্নিশ 

এই মনের ঘরে।

আমি না হয় তোমায় পেতে

হাত বাড়াবো

হৃদয়খানি বিলিয়ে দিয়ে

সব হারাবো।

নিঃস্ব হবো তোমার মাঝে

বিলীন হয়ে

তবুও তুমি হৃদ মাঝারে

যাবেই রয়ে।