হাসনা বানু এর দুটো কবিতা

হাসনা বানু এর দুটো কবিতা

নোনা জল !

মায়া মমতার বদ্ধনে জড়ানো 

গভীর ভালোবাসার জীবন সংসার 

বাবা মা ভাইবোন সন্তান নিয়েই 

গড়ে ওঠে এক বিশাল পরিবার 

মা বাবা মানেই স্বার্থহীন 

ভালোবাসা নিদারুন 

এক ফোটাও আর কোথাও যা 

করা যায় না কো আশা 

জীবনের সব কিছুর বিনিময়ে 

হলেও একমাত্র চাওয়া 

থাকুক সন্তানেরা স্বস্তি শান্তিতে

হোক বা না হোক কিছু পাওয়া ! 

দিনে দিনে বড় হয় সন্তানেরা 

আরো বড় হতে চলে যায় বহু দূরে 

সব কিছু উজার করে দেয়া 

মা বাবা থাকেন পিছনে পড়ে 

দিন মাস বছর যায় পেরিয়ে 

  সোনার সন্তানেরা কেউ 

আসে না নাকো আর ফিরে 

      বেঁচে থাকেন মা বাবা 

    হাহাকার দীর্ঘশ্বাস নিয়ে ! 

একদিন যে ঘর ছিল মধুর 

   কলকাকলীতে ভরপুর 

সেখানে শোনা যায় এখন শুধুই 

ক্ষতবিক্ষত হৃদপিন্ডের ধরফর 

           তারপর ? 

দুজনের একজন আরেকজন কে 

রেখে চলে যায় একেবারে একা ফেলে !

সেজন ভাঙা হৃদয়ে ঘোলা চোখে 

     কি যেন খুঁজে ফেরে

পায় না কিছুই নোনা জলের সমুদ্র ছাড়া !

দিনে দিনে ঘিরে ধরে বিষন্নতা 

থাকে না আর বেঁচে থাকার ব্যকুলতা

কেউ কেউ কখনো কখনো বেছে নেয় 

আত্মহননের মত কঠিন নির্মম পথ 

থেমে যায় সোনার শিকলে জড়ানো জীবনরথ………!!

………….দ্বন্দ্ব

শুকিয়ে যাওয়া তনুমন 

তবুও সুমিষ্ট গন্ধ ছড়ায়  

শুকন বকুল ফুলের মতন 

পায় কি সবায তার ঘ্রাণ ? 

দামী পারফিউমের সুগন্ধ 

কৃত্রিমতায় যে সেরা পছন্দ

মিশ্রিত থাকলেও এ্যলকোহালের গন্ধ

এই নিয়েই তোমার আমার হয় দ্বন্দ্ব 

প্রকৃতির দেয়া অঢেল অকৃত্রিমতার মাধুর্যতা 

পাগল করে দেয় আমাকে হারিয়ে সকল সৌন্দর্যতা 

আবেশে ঘোর লাগে কি নিদারুন মুগদ্ধতায় 

আমি নয়ন মুদে ভেসে বেড়াই স্বপ্নের মৌনতায়…..!!

আমি চাই সেই মৌনতা ভেঙে কৃষ্ণপক্ষের রাতে 

জোনাকির নিয়ন আলোই ঘুরবো মহুয়া বনে 

সঙ্গী হবে তুমি আমার হাত দুটি শক্ত করে ধরে 

মহুয়া ফুলের সুবাসে মাতাল হয়ে যেন না যাই পড়ে 

জানি আসবেনা তুমি এ নিয়ে হবে আবার দ্বন্দ্ব 

রঙিন ঝলমলে ফ্লুরোসেন্টের আলোই তোমার পছন্দ 

তাই আমি কল্পনার রথে চড়ে এপ্রান্ত থেকে ওপ্রান্ত উরবো

অন্ধকার পেরিয়ে একাই জ্যোস্নার আলোয় শিক্ত প্লাবিত হবো.....!!