জুলাই বিল্পব
![জুলাই বিল্পব](https://www.banglavashi.com/uploads/images/2024/12/image_750x_675c40e9dccee.jpg)
শিব্বির আহমদ
আমি তো বিশ্বের দিকে তাকাই
বিশ্বমঞ্চে শুনি জুলাই বিপ্লবের কথা
আমি দেখেছি সাহসী বীর ভাইদের
কিংবদন্তি ইতিহাস ।
নতুন করে ঘুরে দাঁড়াবার কথা শুনি।
নতুন করে বিপ্লবের বাংলাদেশ দেখি।
আমি তো বিশ্বের দিকে তাকাই।
বিশ্ব মঞ্চে শুনি জুলাই বিপ্লবের কথা।
আন্দোলনকারী আহত নারী-পুরুষের গল্প দেখেছি আমি।
আমি দেখেছি নারী-পুরুষ কিভাবে
জীবন উৎসর্গ করেছে তারা।
শোকাহত মায়ের বুকভরা আর্তনা দেখেছি আমি।
হাজার মায়ের প্রতিবাদের গর্জন দেখেছি,, আমি ।
সন্তানহারা মা বাবার মিছিলে শরিক হবার গল্প দেখেছি আমি ।
অসহায় শিশুর কান্না মাখা কন্ঠ দেখেছি আমি।
নতুন করে হাসি ফুটার গল্প দেখেছি আমি।
পুঙ্গ জীবন উপহার পেয়ে লাখ লাখ
তরুণ তরুণী হাসপাতালে কাতরানোর গল্প দেখেছি আমি।
পুলিশের গুলিতে লাশ হবার গল্প দেখেছি আমি।
পাপিষ্ঠদের অত্যাচার দেখেছি আমি
গণমানুষের প্রতিবাদ দেখেছি আমি।
ফুটপাতে দুমুঠো ভাতের আশায় যুবকের কান্না দেখেছি আমি।
চাকরি প্রত্যাশী যুবকের বাস্তবতা দেখেছি আমি।
মেধাহীনদের অত্যাচার দেখেছি আমি,
আমি তো বিশ্বের দিকে তাকাই।
বিশ্বমঞ্চের শুনি জুলাই বিপ্লবের কথা।
রক্তের বন্যায় ভেসে গেছে অন্যায়।
হাজার তরুণ তরুণীর প্রাণের বিনিময়ে ।
অন্যায়ের প্রতিবাদ করতে দেখেছি আমি
তাজা তাজা লাশের সুস্তপ দেখেছি আমি।
ইতিহাস হয়ে থাকবে
জুলাই বিপ্লব বিশ্বের বুকে ।
ইতিহাস হয়ে থাকবে
জুলাই বিপ্লবের কথা বিশ্বের বুকে।
ইতিহাস হয়ে থাকবে
বিপ্লবের বাংলাদেশের কথা
বিশ্বের বুকে।
আমি তো বিশ্বের দিকে তাকাই
বিশ্বমঞ্চে শুনি জুলাই বিপ্লবের কথা ।
নতুন স্বাধীন বাংলাদেশ দেখিছি আমি।
জুলাই বিপ্লবের মাধ্যমে।
জুলাই বিল্পব , তোমাকে মনে করি আমি।
জুলাই বিল্পব তোমাকে ধারন করি আমি, এবং আমরা