আঁধার

আঁধার

সফিক ইসলাম

সবাই দেখে সন্ধ্যা হলেই নামে যে আঁধার

এই আঁধারেই সকল দেখার চোখ খুলে যায় আমার

দৃষ্টি কি তাই ভিন্ন আমার! 

হয়তোবা তাই, 

সারাদিনের সব দেখাকে একসাথে যে পাই। 

এই আধাঁরেই দেখি যত অনিয়মের পাহাড়

এই আঁধারেই সময় শুধু বাড়ায় ঋণের ভার।

তবু আমি রাতকে ভালোবাসি

সুযোগ পেলেই রাতের কাছে নীরবএকা আসি।

যাপনকালের চিত্রগুলো, হঠাৎ আবার হয় যে ভয়ঙ্কর

না বলা সব কথারা যে রুষ্ট অতঃপর। 

মুখবন্দি পরা মুখে যায় না যে সব বলা

ধরা পড়ে শাসকশ্রেণীর সকল ছলা কলা। 

এই আঁধারেই আবার দেখি মানবতার নদী

আঁজলা ভরে জল বিলিয়ে চলে নিরবধি।

আমি শুধু হাসি 

বুকের মাঝে ক্ষত নিয়ে বাঁজে ব্যথার বাঁশি

আঁধার আঁধার করে যখন ক্লান্ত আমার মন

ঘুমের মাঝেই স্বপ্নে দেখি আলোর বিচ্ছুরণ 

সেই আলোতে লিখে রাখি কালো বর্ণে লেখা

পাবোই পাবো সাদা মনের সেই মানুষের দেখা।