উলটে দিলে পালটে যায়

উলটে দিলে পালটে যায়

মাহবুবা হক কুমকুম

রাত জেগে মা মুনার জামা সেলাই করে যাচ্ছিলো 

সেই জামাটায় মাছরাঙা আর একটা ছোটো মাছ ছিলো।

সেলাই শেষে জামাটাকে রেখেছে মা ভাঁজ করে

ইসকুলে কাল নাচবে মুনা এই জামাটায় সাজ করে।

সকাল হতেই জামা পরে আয়নাটাতে দাঁড়িয়ে

আঁতকে মুনা দেখলো মাছ আর পাখি গেছে হারিয়ে।

ঢুকলো মুনা খাটের নিচে খুঁজলো দুধের বাটিতে

ঘরে তো নেই মাছরাঙা মাছ। বাইরে গেলো হাঁটিতে?

দেখলো মুনা বাগান ফাঁকা, নেই তো তারা টবেও

খুঁজতে এবার যাবে নাকি শপিং মলে তবে ও?  

'আম্মু তুমি কোথায়?' মুনা ডাকলো মাকে চেঁচিয়ে

চোখের জলে ভাসলো মায়ের গলায় দু'হাত পেঁচিয়ে।

উলটে দিলো মুনার গায়ের জামাকে মা যখনই

অবাক মুনা মাছরাঙা মাছ দেখতে পেলো তখনই।

উলটে জামা দিতেই গেলো পালটে মুনার মুখখানা

কান্না মুছে ফুটলো হাসি, শান্ত হলো বুকখানা।