এ এক অন্য সময়

এ এক অন্য সময়

নাসিমা মিশু

তুমি আমি মুখোমুখি 

জানি এ মোদের বেলা শেষের পরশ নয়

এ এক অন্য সময়

অন্য তুমি আমি 

হিসেবে হিসেবে কী হবে হিসেবী নথি খুলে 

গোটা আকাশ তোমায় দিলেম,দিলেম কিন্তু 

আমি মেঘ হবো,ধূসর কিংবা শুভ্র হব না

আমি বৃষ্টির আনছ হয়ে তোমাতে হারাব

তোমার পড়ার উপক্রমে ধরিত্রীর ধুলো হব

তোমাতে জড়াব, তোমার ঝেড়ে ফেলার অপেক্ষায়

তুমি আমি মুখোমুখি 

এবার নিশ্চিত দিগন্তে মিলিয়ে যাব মোরা 

ডগ ডগ করে তটিনী অতলে হারাবই হারাব

কী আশ্চর্য রবি তপে বালিয়াড়ির বালিতে আমি 

হাজার আঁখির আড়াআড়ি ছোয়া আমায় ছুঁয়ে রয় 

তুমি কী স্বার্থপর রইলে তটিনী তলে লোক চক্ষুর আড়ালে 

মনে আছে সেই কোন অনাদি কাল থেকে তুমি আড়াল 

আমি হ্যাঁ আমি তোমাতে আলোকিত হব বলে বাহিরে 

কী অদ্ভুত না ?

তুমি আমি মুখোমুখি 

তোমাতে তুমি মগ্ন, অন্ধ আমি উজ্জ্বল দীপ্তিময় রোদেলা রশ্মিতে তোমাতে নিমজ্জিত

তুমি আমি মুখোমুখি! 

তারপরও টুকরো টুকরো ক্ষণিকের জাগ্রত অনুভবে

তুমি আমি মুখোমুখি 

ভাষাহীন সুখে সুখী 

তুমি আমি মুখোমুখি 

ডায়রির ছেঁড়া পাতা