ওয়ার্ন বন্দনা

ওয়ার্ন বন্দনা

 সুমন ভৌমিক

সমূদ্রের ঘুর্নিঝড়ের মতো ঘুর্নায়মান ছিল 

তার বল করার শৈলি, 

ছিলেন বিশ্বের সর্বোত্তম স্পিন বোলার 

এ কথা গর্ব করে বলি। 

ছিলেন তিনি অস্ট্রেলীয় তাতে কি! 

তার ভক্ত অনুরাগী আমরা বাংলাদেশীরাও বটে, 

তার বল মোকাবিলা করা 

ব্যাটসম্যানদের জন্য ভীষণ কঠিন ছিল শটে। 

ঘুর্নিপাকের মতো ঘুরে ঘুরে 

তার বল আসতো যখন, 

বেড়ে যেতো ব্যাটসম্যানের হৃদকম্পন। 

এই বুঝি আউট করে দেবে শেন ওয়ার্নের বল 

শিখিয়ে গেছেন তিনি বোলারদের

নিখুঁতভাবে বল করার কৌশল। 

যেমন ছিল তার বলার করার গতি 

তেমন ছিল তার ছন্দ, 

আহা দেখে যেতো চোখ জুড়িয়ে

পেতাম কতইনা আনন্দ! 

আজ তিনি অতীত নন বর্তমান, 

কিন্তু তার কর্ম আমাদের স্মৃতিতে অম্লান। 

তাকে চিরঅমর করে রাখবে 

অস্ট্রেলীয় ও বিশ্ব ক্রিকেটে তার অনন্য অবদান,  

ক্রিকেট নৈপুণ্য ও শৈল্পিক কর্ম

ক্রিকেটই ছিল তার ধ্যান, জ্ঞান ও ধর্ম। 

মাঠ ও মাঠের বাইরে

তিনি মানুষটা ছিলেন প্রাণবন্ত,

তার জন্য আমাদের ভালোবাসা 

ছিল, আছে এবং থাকবে অফুরন্ত।

চিরঘুমের দেশে পাড়ি জমালেন 

কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন

ক্রিকেট বিশ্বে হলো এক নক্ষত্রের পতন

এক অপূরণীয় ক্ষতি 

ক্রিকেট পাগল মানুষ তাকে শ্রদ্ধার সহিত করবে স্মরণ।

তার মিস্টি হাসি কখনোই ভুলবার নয়, 

তার অকাল প্রয়ান সত্যি মেনে নিতে কস্ট হয়। 

তাঁর বিদেহী আত্নার চিরশান্তি কামনা করি 

ওপারে ভালো থাকুক প্রার্থনায় তুলে ধরি।